ফরহাদ আমিন, টেকনাফ : সেন্টমার্টিন যাওয়ার পথে সাগরে হঠাৎ যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল। দুই ঘণ্টা ভেসে থাকার পর আরেক ট্রলারের সাহায্যে ফিরলেন শাহপরীরদ্বীপ জেটি ঘাটে। এরপর পালিয়ে গেল বিকল ট্রলারের চালক-শ্রমিকরা।আরো ঘণ্টা দুয়েক এমন ঘোর বিপদের মধ্যে থাকার পর প্রশাসন ও পুলিশের সহায়তায় মুক্তি পেলেন৬০জন দিশেহারা যাত্রী।
শুক্রবার দুপুরে উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা সংলগ্ন সাগরে এমন বিপদের মুখে পড়েন তারা। এরআগে দুপুরে পৌরসভার কায়ুকখালী ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা হয়।
যাত্রীবাহী ওই ট্রলারে ছিলেন আন্তর্জাতিক ভ্রমণকারী ও এমএসএফ- হল্যান্ড এনজিও’র মনোবিজ্ঞানী মো.আকবর হোসেন। তিনি বলেন,আলহামদুলিল্লাহ রওয়ানা দিলাম।৯ ৯৯ এ কল দিলাম,এরপর তারা টেকনাফ থানায় আমার নাম্বার দিলে থানার ওসি আমাকে কল দেন। সব শুনে তিনি শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে পাঠান। ৩-৪ ঘণ্টা রোদের মধ্যে সাগরে ভেসে থেকে সবার পানি ও খাবার শেষ। ভয়াবহ পানির জন্য হাহাকার দেখে এসআই মিজান আমাদের জন্য বিস্কুট এবং প্রচুর পানি নিয়ে আসেন। সবাই পানি ও বিস্কুট খেয়ে অনেক আনন্দিত।তিনি আরো বলেন, পুলিশের এমন দ্রুত মানবিক সহায়তা পেয়ে সবাই কৃতজ্ঞ।আমরা মন থেকে দোয়া করেছি। সত্যি আমরা অবাক পুলিশের এত দ্রুত সহযোগিতা পেয়ে। এরই মধ্যে ট্রলারের লোকজন আবার এসে ট্রলার ঠিক করেছে।এখন আমরা রওয়ানা দিচ্ছি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃহাফিজুর রহমান বলেন,খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে ট্রলারে আটকে থাকা যাত্রীদের চা-বিস্কুট পানি সরবরাহ করেন।পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।বিকল হওয়ার ঘণ্টা খানেক পরেই ট্রলারের ইঞ্জিনটি মেরামত করা সম্ভব হয়।পুনরায় সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা করে ট্রলারটি।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…