নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে করোনা ভাইরাসের সংক্রমণের হার উর্ধ্বগতির ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৭ জন।
যা গত এক মাসের গড় প্রতিদিনের হারের চাইতে বেশী। এতে গড়ে প্রতিদিন আক্রান্ততের ছিল ৭ শতাংশের কম।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, শুক্রবার কক্সবাজার জেলায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার কক্সবাজার জেলার ৮ উপজেলার পাশাপাশি ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববর্তী বান্দরবান জেলা ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা থেকে মোট ৩৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৭ জন নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্য ৩৬৯ জনের করোনা নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।
“ নতুন আক্রান্ত ৭ জনের সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। এদের ৪ কক্সবাজার সদর উপজেলা এবং ৩ মহেশখালী উপজেলার বাসিন্দা। ”
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৫৮ জনে এবং এদের মধ্যে ৪৪০ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানান ডা. অনুপম।
জেলা সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য মতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের। এদের মধ্যে ৭৩ জন স্থানীয় বাসিন্দা এবং অন্য ৯ জন রোহিঙ্গা নাগরিক।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…