চকরিয়া ও মহেশখালী পৌরসভায় ১০ জনের প্রার্থীতা বাতিল

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচনের তপশীল মতে শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এক মেয়র প্রার্থীসহ ১০ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

এদের মধ্যে চকরিয়া পৌরসভায় এক মেয়র ও তিনজন কাউন্সিলার প্রার্থী এবং মহেশখালী পৌরসভায় তিনজন কাউন্সিলার ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলার প্রার্থী রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলার পদে ৫৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা ছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ মোনোয়ার আলম এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জিয়াবুল হক ও মোহাম্মদ ফয়সাল উদ্দিন সিদ্দিকী।

এদের মধ্যে শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোনোয়ার আলম এবং ৩ জন কাউন্সিলার প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

এতে চকরিয়ায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলার পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য ঘোষিত হয়েছেন।

অপরদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলার পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা ছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মকছুদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম ( সাবেক মেয়র ), মর্জিনা আকতার, মো. আমজাদ হোসেন ও মো. শাহজাহান।

এর মধ্যে মো. শাহজাহান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন।

কিন্তু শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে কাউন্সিলার পদে ৫ জনের প্রার্থীতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

এতে মহেশখালীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলার পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য ঘোষিত হয়েছেন।

ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তপশীল মতে, যোগ্য ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৪ মার্চ। পরদিন ২৫ মার্চ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

7 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago