টেকনাফ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, ছাত্রলীগ বাংলাদেশ মুক্তির সংগ্রামের ঐতিহ্যবাহি সংগঠণ। এ সংগঠণটি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া। এখানে কোন প্রকার সন্ত্রাসী এবং মাদক কারবারির স্থান হতে পারে না। একই সঙ্গে নিয়মতান্ত্রিক প্রকৃত ছাত্রইরা এ সংগঠনের নেতা হবে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বিকালে দ্বীপপ্লাজা চত্বরে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সাদ্দাম হোসাইন বলেন, ছাত্রলীগ হবে প্রকৃত ছাত্রদের সংগঠন। মেধা বিকাশের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে। গঠণতন্ত্র মতে এ সংগঠন পরিচালিত হচ্ছে। এখানে অছাত্র, সন্ত্রাসী ও মাদক কারবারীর কোন স্থান হবে না।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. শফিক মিয়া, রেজাউল করিম, সংগঠণিক সম্পাদক মাহাবুবুল হক মুকুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, সদস্য সোনা আলী, বদরুল হাসান মিল্কী, মিজানুর রহমান, টেকনাফ উজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর হোছাইন প্রমুখ।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…