নিজস্ব প্রতিবেদক : হঠাৎ অসুস্থ হয়ে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে অকাল মৃত্যুর কাছেই হার মেনেছেন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ আহমদ বাবু।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই জনপ্রতিনিধি। (ইন্নালিল্লাহি…রাজিউন)। কাল (শনিবার) বেলা দুইটায় বাহারছড়া গোল চত্বর মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ১২টার দিকে বাবুর মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১টা পর্যন্ত রেখে মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবে পৌর পরিষদ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৯ বছর। মা, স্ত্রী, সন্তান, দুই ভাই দুই বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুনাগ্রহী রেখে গেছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের সামনে ভিড় জমায় শত শত শোকাহত মানুষ। এমন একটি তাজা প্রাণের অকাল প্রয়াণের সংবাদ যেন আঘাত করেছে পৌরবাসীসহ সকল শ্রেণী-পেশার মানুষের অন্তরজুড়ে।
এর আগে গুরুতর অসুস্থ পৌর কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে শুক্রবার সকালে মেয়র মুজিবুর রহমানের উপস্থিতিতে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে বৈঠক হয়।
ওই সময় পরিবারের পক্ষে বাবু’র বড় ভাই জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক আহমেদ শামীমসহ অন্তত ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন।
এদিকে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র অকাল মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে পৌর পরিষদ। এর মধ্যে রয়েছে শনিবার সকাল থেকে মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সকলেই কালো ব্যাজ ধারণ। একইদিন সকাল থেকে পৌরসভা কার্যালয়সহ পুরো পৌর এলাকাজুড়ে কালো পতাকা উত্তোলন।
রোববার সকাল ১১টায় মরহুমের কবর জেয়ারত।
সোমবার সারাদিন অফিস বন্ধ, ওইদিন আছরের নামাজের পর পৌরসভা মসজিদে খতমে কোরআন ও দোয়া মোনাজাত।
অন্যদিকে সহকর্মীর অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর রাজ বিহারি দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলম, কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ রাজন।
“কক্সবাজার প্রেসক্লাবের শোক”
কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
“কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের শোক”
পৌর কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
“কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন”
কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমন।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…