লিড নিউজ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

বিজিবির দাবি, নিহত দুই রোহিঙ্গা মাদক পাচারকারী।

সোমবার (৬ জুলাই) ভোর রাতে অবরাং গ্রামের নানীরবাড়ি এলাকার নাফ নদীর তীরে ট্ বন্দুকযুদ্ধ হয়।

নিহতরা হলেন, আলম (২৬) ও মো. ইয়াছিন (২৪)।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ফয়সল হাসান খান জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান ঢুকতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অবরাং গ্রামের নানীরবাড়ি এলাকার নাফ নদীর তীরে অবস্থান নেয়। পরে টহল দল দুই তিনজন ব্যক্তিতে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তীরে ওঠার সঙ্গে সঙ্গে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু টহলদল তাদের ধাওয়া করলে ইয়াবা পাচারকারীরা গুলি করে। বিজিবিও পাল্টা গুলি করে। এতে দুই মাদক পাচারকারী গুলিবিদ্ধ হন। আহত হন বিজিবির দুই সদস‌্য।

গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন‌্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফয়সল হাসান খান আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ১টি চায়না পিস্তল ও ২ রাউন্ড চায়না পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাম পাওয়া যায়। তারা দুইজনই উখিয়া কুতুপালং ও বালুখালী আশ্রয় শিবিবের রোহিঙ্গা। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, আহত দুই বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

tawhid

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago