নিজস্ব প্রতিবেদক : রামুতে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
শনিবার বিকাল ৩ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত মেহেদী হাসান অভি (২৫) চাঁদপুর জেলার বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্পে বাবার চাকুরি সূত্রে তিনি উপজেলার কুতুপালং এলাকায় বসবাস করতেন।
হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে তথ্য দিলেও আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের ইমন কান্তি চৌধুরী বলেন, বিকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতাল সংলগ্ন এলাকায় কক্সবাজারমুখি ট্রাকের বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারি পালিয়ে যায়।
দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
ইমন কান্তি চৌধুরী জানান, নিহতের লাশ হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানায় রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…
সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…