নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে মাদকের চালান আনতে যাওয়ার পর জিন্মি করা ৪ রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে তারা টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।
এর আগে বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চরে এই ৪ রোহিঙ্গাকে জিন্মি করা হয়েছিল।
এই ৪ জন হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
শরণার্থী, ত্রান প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারি ও টেকনাফের ২৭ নম্বর জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পেরর ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ওই চারজন রোহিঙ্গা নাগরিক ফেরত এসেছেন।
টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ফেরত আসার রোহিঙ্গারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইনচার্জ এর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।
এর আগে হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, নাফনদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মি বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যায় এটা সত্য। তবে বৃহস্পতিবার যে ৪ রোহিঙ্গার কথা বলা হচ্ছে তারা জেলে না। মুলত মাদক (ইয়াবা) আনতে এসব রোহিঙ্গারা মিয়নমারের আসা-যাওয়া করে। যে লালদিয়ার কথা বলা হচ্ছে ওটা মিয়ানমারের অংশ। ওখানে জেলেরা মাছ ধরতে যান না। বিভিন্ন সূত্রে জানা গেছে এই ৪ রোহিঙ্গা মাদক আনতে গিয়ে জিন্মি হয়েছেন। এখন কৌশলগত কারণে মিথ্যা বলছে।
যদিও টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানিয়েছিলেন, নাফনদীতে মাছ ধরতে গিয়েই ৪ জনকে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…
সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…