নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁওতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস; তবে চালকসহ কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান।
ঘটনায় কেউ হতাহত না হলেও দুর্ঘটনা কবলিত গাড়ীটি উদ্ধার করে মালিকের লোকজন নিয়ে যায় বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামবাদ এলাকার রেলক্রসিং পার হচ্ছিল বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এসময় কক্সবাজার স্টেশন থেকে আসা চট্টগ্রামমুখি একটি ট্রেন গাড়ীটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে। তবে ঘটনায় যাত্রীরা সামান্য আঘাত পেলেও বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আঘাতপ্রাপ্তরা স্থানীয়রা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি বলেন, “ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি রেলক্রসিং স্থলে আসার আগেই বাঁশি বাজাচ্ছিল। কিন্তু সেখানে কোন গেইটম্যান না থাকায় মাইক্রোবাসটির চালক সম্ভবত ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। “
ঘটনার খবর মালিকপক্ষের লোকজন এসে দুর্ঘটনা কবলিত গাড়ীটি নিয়ে যায় বলে জানান, মশিউর রহমান।
ইসলামাবাদের স্থানীয় বাসিন্দা কবির আহমদ জানান, ঢাকা-কক্সবাজার রেললাইন চালু হওয়ার পর থেকে ইসলামাবাদ রেলক্রসিংয়ে কোন গেইটম্যান নেই। এতে রেলক্রসিং গেইটে কয়েকবার এ ধরণের দুর্ঘটনা ঘটেছে।
রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এই রেলক্রসিং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরণের ব্যবস্থা নেননি বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…
সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…