‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল : ৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে গত ৩০ জানুুয়ারি রাতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। পূর্ব পরিকল্পিতভাবে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাংচুর করে জনমনে ত্রাস সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে কক্সবাজারর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসাইন বাদি হয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে ৪৭ জনকে আসামি করা হয়েছে। যারা সকলেই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। একই সঙ্গে এ ঘটনা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো ব্যক্তিরা হলেন, কক্সবাজার শহরের পেশকার পাড়ার আবুল কাশেমের ছেলে রুহুল কাদের (৩২), কলাতলী এলাকার জহির আলমের ছেলে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাকি (২৬), বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন (৪৫), নতুন বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাঈদ মোহাম্মদ তানিম (২১), সমিতি পাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে মো. আজিজ (২০)।, ইনানী এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন সিকদার (৪০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর আবদুল জব্বারের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান (২৭), শহরের কুতুবদয়া পাড়ার আহমদ হোসেনের ছেলে আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার (৩২)

ওসি মো. ইলিয়াস খান জানান, ৮ জনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজারর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসাইন বাদি হয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ৩০ জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়াস্থ আবহাওয়া অফিসের সম্মুখ সড়কের উপর কক্সবাজার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উশৃংখল নেতাকর্মী ও সমর্থকেরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধীয় স্লোগান দিয়া ঝটিকা মিছিল বের করে। এসময় জনগনের মধ্যে ভীতি বা আতংক সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে হ্রাস সৃষ্টি করিয়া যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি অন্তর্থাত মূলক ও ধ্বংসাত্মক কর্মকান্ডের উদ্দেশ্যে যানবাহনের গতিরোধ পূর্বক ভাংচুর করে। এতে উচ্ছৃঙ্খল জনতার একাংশ সরকারের গুরুত্বপূর্ন স্থাপনা আবহাওয়া অফিস (কেপিআই) ধ্বংসের উদ্দেশ্যে অগ্রসর হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহনকারী উচ্ছৃঙ্খল নেতা-কর্মীগণ দিক-বিদিক ছুটাছুটি করে ব্যানারসহ পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ভাংচুর করা অজ্ঞাতনামা গাড়ীর কাঁচের একাধিক টুকরা, ফেলে যাওয়া বাঁশের ৬টি লাঠি, ৫টি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার অন্যান্য আসামিরা হলেন, শহরের তারাবনিয়ার ছড়ার মিজান প্রকাশ বার্মাইয়া মিজান (৩৪), পশ্চিম কুতুবদিয়া পাড়ার আতিকুর রহমান আতিক (২৬), ফরিদ কামাল (২৫), কামরুল ইসলাম (২৮), টেকনিক্যাল রোডের ফরিদ চৌধুরী (২৭), বাহারছড়ার তানভীর হোসেন মুন্না (৩২), নুনিয়ার ছড়ার জাবেদ হোসেন নয়ন (২৭), কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমন (২৯), জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম মোরশেদ (৩৮), বঙ্গবন্ধু সৈনিক লীগ, কক্সবাজার জেলা শাখা সহ সভাপতি আবুল হাসেম (৪১), সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন সিকদার (৩২), জেলা যুবলীগ নেতা আবদুল হাকিম প্রকাশ নিখিল্লা (৩৫), শ্রমিকলীগের সভাপতি শফিউল্লাহর ছেলে জিসান (২০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ জয় (৪০), জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম (৩৯), সহ সভাপতি মইন উদ্দিন (৩৪), যুবলীগ নেতা আব্দুল খালেক (২৮), কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকের (৩৫), বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ শুভ (৩৪), জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোনাফ সিকদার (৩৫), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান মারুফ (৩২), যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জাবেদ মুহাম্মদ কায়সার নোবেল (৩৯), যুবলীগ নেতা আমির হোসেন (৪০), পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর (৪০), যুবলীগ নেতা মাসেকুর রহমান বাবু (৩৭), যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর (৪৫), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান (৫৫), আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র মাহবুব রহমান মাহবুব (৪৫), যুবলীগ নেতা ও ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান (৪৪), যুবলীগ নেতা রুবাইছুর রহমান (৩৪), ছাত্রলীগ নেতা মুন্না চৌধুরী (৩২), জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন (৩৪), সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯), ছাত্রলীগ নেতা কায়সারুল আলম মুন্না চৌধুরী (৩৩), পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক (৩০), সরকার কলেজ ছাত্রলীগের যুগ্মআহবায়ক ইসতিয়াক হোসেন খোকা (২৫), যুগ্ন আহবায়ক আবরার সাকিব (২৬), যুগ্ন আহবায়ক আসিফুল করিম (২৬), ছাত্রলীগ নেতা রিফাদুল আলম রিফাত (২৫), রায়হান ছিদ্দিকী (৩২), মিসকাত (৩৩), আবুল কাসেম জয় (২৮)।

nupa alam

Recent Posts

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago

কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ আবারও চালু

সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…

4 days ago

পেকুয়ায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার : অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…

4 days ago