কক্সবাজার শহরে পেশাদার ১২ ছিনতাইকারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ছিনতাইয়ে জড়িত পেশাদার ১২ জন ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতব্যাপী কক্সবাজার সদর মডেল থানার পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়ার মাসুদ হোসেনের ছেলে তানভীর হোসেন পেটান প্রকাশ আজাদুর রহমান (২২), পাহাড়তলী এলাকার মো. শফিকের ছেলে মো. ইসমাইল (২০), ইসুলের ঘোনা এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২১), বামির্জ মার্কেচ এলাকার মো. ফরিদের ছেলে মো. ইরফান ফারদিন (২০), মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকার পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে শহরের মোহাজেরপাড়ায় বসবাসকারি সিহাব উদ্দিন খোকন (২৯), সমিতিপাড়ার আবুল কাশেমের ছেলে মো. সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকারকৃষ চন্দ্র দাশের ছেলে সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মানিক মিয়ার ছেলে মো. হান্নান (১৯), সমিতিবাজার এলাকার মো. সেলিম সুলতানের ছেলে সাইফুল ইসলাম (২৪), রুমালিয়ারছড়ার মো. হানিফের ছেলে মো. শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি (২৬) ও টেকপাড়ার মোস্তফা কামালের ছেলে মিজবাউল হক মুন্না (২২)।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, কক্সবাজার জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারসহ কক্সবাজার শহর এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার নতুন জেল গেইট সংলগ্ন সড়কে ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলে একাধিক মোটর সাইকেল যোগে এসে একটি সিএনজি গতিরোধ করে। এসময় গাড়ির যাত্রীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ডের রিং, ১টি মোবাইল সহ অন্যান্য ডকুমেন্ট জোর পূর্বক ছিনাইয়া নিয়ে যায়। যার সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় ১২জন পেশাদার ছিনতাইকারী ও কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ১২ জনই পেশাদার ছিনতাইকারি। এদের প্রতিজনের বিরুদ্ধে ছিনতাই, মাদক সহ নানা অপরাধে ৬-৭ টির বেশি মামলা রয়েছেন। অভিযানেপর পর পুলিশ আরও একটি নিয়মিত মামলা করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

1 hour ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

1 hour ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago