টেকনাফে দিনদুপুরে দুই মৎস্য ব্যবসায়িকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সদরে অটোরিকশা থামিয়ে দুই মৎস্য ব্যবসায়িকে অস্ত্রের মুখে জিন্মি করে অপহরণ করেছে দূর্বৃত্তরা। ঘটনার পর খবর পেয়ে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তবে তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা টেকনাফের স্থানীয় মৎস্য ব্যবসায়ি বলে তথ্য দেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশা যোগে সোনার পাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিল অপহৃত দুই মৎস্য ব্যবসায়ি। এসময় গাড়ীতে তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। গাড়ীটি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় পৌঁছলে ৫/৬ জন দূর্বৃত্ত থামায়।

ওসি বলেন, “ পরে অস্ত্রের মুখে গাড়ীতে থাকা দুইজনকে জিন্মি করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এসময় গাড়ীতে থাকা অপর যাত্রীকে দূর্বৃত্তরা কিছুদূর নেওয়ার পর ছেড়ে দেয়। “

ঘটনার সময় ঘটনাস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার স্থানীয় এক বাসিন্দা। তিনি ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “ ঘটনার সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দুইজন ব্যক্তিকে তুলে নিয়ে যেতে তিনি দেখেছেন। এতে তিনি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন। পরে বিষয়টি তিনি পুলিশ অবহিত করেছেন। “

প্রত্যক্ষদর্শী এ ব্যক্তি বলেন, “ ঘটনায় জড়িত দূর্বৃত্তরা স্থানীয় বাসিন্দা। তারা হল, টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে মজিব উল্লাহ ও শওকত উল্লাহ, লম্বরী এলাকার মোহাম্মদ কবিরের ছেলে মো. শহীদ, নতুন পল্লান পাড়ার নুরু সালামের ছেলে মো. হাশিম এবং হাতিয়ারঘোনা এলাকার নজির আহমদের ছেলে মো. নয়ন। “

তবে কারা, কি কারণে এ অপহরণের ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয় বলে জানান, ওসি গিয়াস উদ্দিন।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

7 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago