নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে ইট বোঝাই ডাম্পার ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন (৪০) নিহত হয়েছেন।
নিহত ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে। আহত সোনালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিন ও আজমগীরের বাড়িও পেকুয়ায়। আহতদের বেসরকারি হাসপাতাল জমজম-এ ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তন্মধ্যে সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২) ও বায়োফার্মা কোম্পানির সেলস অফিসার মো. আজমগীর (৪৮) রয়েছেন। অপরদিকে শনিবাার রাত ১০ টার দিকে উত্তর হারবাং এলাকায় লরির ধাক্কায় দুই বাইক আরোহী মোহাম্মদ সোহেল (১৮) ও মোহাম্মদ রিফাত (১৯) নিহত হয়েছেন। দুই বাইক আরোহী চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যার বাসিন্দা।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তন্মধ্যে বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুর্ঘটনায় পতিত ইট বোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরদিকে রাতের দুর্ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে গেছে, লরি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…
সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…