শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একই উপজেলার ডুলহাজারা রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম সিদ্দিকীর কাছ থেকে ঘুষ নেয়ার সময় এই ভিডিও ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে এই ঘুষ লেনদেন হয়। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওটিতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘এদিকে অনেকের আনাগোনা আছে। চুপ থাকেন, কথা কম বলেন, কাজ হয়ে যাবে।’

এসময় প্রতিত্তোরে রিংভং মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকী বলেন, ‘স্যার এগুলো রাখেন, এখানে এক আছে। এরপর তিনি আবার বলেন, স্যার, তাহলে বাকী কথা মোবাইলে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ লেনদেনের ভিডিওর বিষয়ে জানতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে দশ বারেরও বেশি ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে ওই শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়ে বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাড়া দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে ঘুষ দাতা রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেদিন (ঘুষ প্রদানের সময়) আমি ছাড়াও আরো অনেকে ছিলেন। কে ভিডিওটি করেছে আমি জানিনা।

তিনি ঘুষ প্রদানের কথা স্বীকার করলেও কি কারণে মাধ্যমিক শিক্ষা কর্তাকর্তাকে ঘুষ দিয়েছেন জানাননি।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ঘুষ গ্রহনকারী এবং ঘুষ দাতা উভয়েই সমান অপরাধী। এব্যাপারে যথাযথ প্রমাণ পাওয়া গেলে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

nupa alam

Recent Posts

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago

কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ আবারও চালু

সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…

4 days ago

পেকুয়ায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার : অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…

4 days ago