ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার : গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী এক মাস পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল আলীম মীর্জা শান্ত (৩২) বরিশাল জেলার মুলাদী উপজেলার জলক্ষ্মীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।

মো. কামরুজ্জামান জানিয়েছেন, উদ্ধার হওয়া ভূক্তভোগী স্কুলছাত্রী গ্রামের বাড়ী থেকে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় ফুপির বাসায় বেড়াতে গিয়ে গত ২৭ সেপ্টেম্বর অপহৃত হয়। সে গ্রামের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

মামলার নথির বরাতে কামরুজ্জামান বলেন, এক মাস আগে ১৫ বছর বয়সী ওই স্কুলছাত্রী গ্রামের বাড়ী থেকে ঢাকায় ফুপি সাহিদা বেগমের বাসায় বেড়াতে যায়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী ফুপির বাসা থেকে ঢাকার কোতোয়ালী থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় কাজে বের হলে আরেক ফুপির পূর্ব পরিচিত আব্দুল আলীম মীর্জা শান্ত নামের জনৈক ব্যক্তির দেখা পান। এসময় তিনিসহ অজ্ঞাত আরও ২/৩ জন দূর্বৃত্ত ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও স্কুলছাত্রীর সন্ধান পাননি।

পরে গত ৪ অক্টোবর ভূক্তভোগী স্কুলছাত্রীর ফুপি সাহিদা বেগম বাদী হয়ে আব্দুল আলীম মীর্জা শান্তকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন। মামলাটি নথিভূক্ত হওয়ার পর ঘটনাটি র্যাবের নজরে আসলে ভূক্তভোগীকে উদ্ধার এবং জড়িতদের উদ্ধারে অভিযান শুরু করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “ রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার একটি আবাসিক কটেজে অভিযুক্ত আব্দুল আলীম মীর্জা শান্ত সহ ভূক্তভোগী স্কুলছাত্রীর অবস্থানের খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল ঘটনাস্থল ঘিরে ফেললে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে কটেজটির একটি কক্ষ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। “

প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভনে ওই স্কুলছাত্রীকে তুলে আনা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

nupa alam

Recent Posts

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago

কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ আবারও চালু

সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…

4 days ago

পেকুয়ায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার : অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…

4 days ago