নাফনদীর মোহনায় স্পিডবোট ডুবি : ডায়েরিয়া আক্রান্ত শিশু জীবিত উদ্ধার হলে বাঁচানো যায়নি, সন্ধান মিলেনি নিখোঁজ শিশুটিও

নিজস্ব প্রতিবেদক : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পূর্বপাড়ার নুরুল কবিরের মেয়ে মারিয়া (৪) ডায়েরিয়ায় আক্রান্ত ছিল। যাকে চিকিৎসার প্রয়োজনে সোমবার টেকনাফ আনতে উঠেছিল স্পিডবোট যাত্রা দিয়ে ছিলেন পিতা। কিন্তু স্পিড বোটটি উল্টে যায়। যেখানে উদ্ধার হওয়া ১০ যাত্রীর পর মূমুর্ষ মারিয়াও ছিল। কিন্ত শেষ পর্যন্ত মারিয়াকে বাঁচানো যায়নি। একই সঙ্গে এ ঘটনায় নিখোঁজ স্মৃতি নূর আলিশা (৮) কেও পাওয়া যায়নি।

এছাড়া নিখোঁজ থাকা শিশু স্মৃতি নূর আলিশা (৮) সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে।

মঙ্গলবার বিকাল ৫ টায় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আলম বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ আলিশা ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা শিশু মারিয়া দুইজনেই আমার ওয়ার্ডের বাসিন্দা। মারিয়া ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে টেকনাফ যাত্রা দিয়েছিল। যেখানে স্পিড বোট ডুবির ঘটনায় মুমুর্ষ উদ্ধার করা হয়। এরপর টেকনাফ হাসপাতালে নেয়া হয়। ওখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার নেয়ার পথে সোমবার রাতে মারিয়া মারা গেছে। মঙ্গলবার আসরের নামাজের পর তার জানাজা হয়েছে। দাফন সম্পন্ন হয়েছে। নিখোঁজ আলিশাকেও পাওয়া যায়নি।

আলিশার দাদা মো. ইলিয়াস বলেন, আদরের আলিশার ফেরত পাওয়ার জন্য সমুদ্র সৈকতের বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কোথাও আলিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

টেকনাফ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক তাসাল্লি ফয়েজি বলেন, সোমবার স্পিডবোট ডুবির ঘটনায় শিশু মারিয়াকে হাসপাতালে আনা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোগীর স্বজনদের কাছে কোন ধরনের টাকা-পয়সা না থাকায় তাদেরকে ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মাঝপথে মারা গেছে বলে শোনা গেছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় টেকনাফে নাফ নদীর মোহনার গোলগলা পয়েন্টে স্পিড বোটটি উল্টে ডুবি যায়। এসময় স্থানীয় জেলেদের নৌকা ও একটি স্পিডবোট যোগে ভাসমান অবস্থায় ৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে দুর্ঘটনা কবলিত স্পিডবোট চালক ও এক শিশু নিখোঁজ ছিল। বিকাল ৪ টার দিকে শাহপরীরদ্বীপের দক্ষিণ মিস্ত্রী পাড়া দিয়ে স্পিডবোট চালক মোহাম্মদ বেলাল সাঁতরে কূলে উঠে আসতে সক্ষম হন। কিন্তু এখনো নিখোঁজ রয়েছে শিশু স্মৃতি নূর আলিশা।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

7 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago