নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০ হাজার টাকায় নিলামে ক্রয় করে নিয়েছেন মেসার্স ফারুক ট্রেডার্সের পরিচালক ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক।
বুধবার প্রকাশ্যে নিলামের তিনি সর্বোচ্চ নিলামকারি হিসেবে ১৪ ধরণের পণ্য ও মালামাল ক্রয় করে নেন। এতে নিলাম ডাককারী হিসেবে ২৫ জন উপস্থিত ছিলেন। এসময় বিজিবি নায়েক সুবেদার তরিকুল ইসলাম, কোস্টগার্ড পিও জিআই এম. শহিদুল ইসলাম ও সিআইআইডি প্রতিনিধি মিল্টন গাঙ্গুলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুল্ক গুদাম কর্মকর্তা রোমান মন্ডল জানিয়েছেন, স্থানীয় লট ২৪/২০২৪ এর ১৪ ধরণের পন্য ও মালামালের মূল্য ছিল ৭ লাখ ৬৫৪ টাকা। এটি ৫ লাখ ৫২ হাজার টাকার সর্বোচ্চ নিলামকারি মেসার্স ফারুক ট্রেডাস। তাকে এ মালামালের বিপরীতে সরকারের ১৫ শতাংশ ভ্যাট বাবদ ৮২ হাজার ৮০০ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ৫৫ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে। ফলে মোট নিলাম মূল্য ৬ লাখ ৯০হাজার টাকা। মাত্র ১০ হাজার টাকা কমে এসব মালামাল বিক্রি হওয়া সরকারের অতিরিক্ত রাজস্ব পাচ্ছে।
তিনি জানান, নিলাম লটটিতে রয়েছে নৌকা ২০টি, বার্মিজ ড্রামা সেন্ট ১২৮৯৪ টি, হেয়ার স্প্রে ২৬৪টি, হেয়ার জেল/তেল ৫৭৯ টি, সেনেকা মাটির মিনি প্যাকেট ২৯০০টি, রফ্রশ পাউডার ৮০৪ টি, সেনেকা ক্রিম কোটা ১৬৩৪টি, সেনেকো লোশন ১৫ টি, কুইনলী বা নাইট ক্রিম ১০০৬ টি, শ্যাম্পু ২ টি, চোখের কাজল ১০ টি, বার্মিজ তেতুল সাবান ৭৬২ টি, বার্মিজ বাম ৭২০ টি ও ব্যাটারির পানি ৮৮৬ লিটার।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…
সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…