নিজস্ব প্রতিবেদক : রামুতে বড় ভাই হত্যা মামলায় ছোট ভাই আলী হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার রাতে টেকনাফের পর্যটন বাজার এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আলী হোসেন (২৩) রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার নূরুল হকের ছেলে।
গত ১৬ জুলাই ছোট ভাই আলী হোসেন এর হাতে তারই আপন বড় ভাই বাবুল হোসেন খুন হয়।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, আলী হোসেন চেইন্দা স্টেশনে মাদক সেবনের পর মাতলামি করতে দেখে স্টেশনে উপস্থিত থাকা বাবুল হোসেন তাকে বাড়ি চলে যাওয়ার জন্য বলে। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে। পরে বড় ভাই বাবুল হোসেন একা বাড়ি ফেরারপথে অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে আত্মগোপনে চলে যায় আলী হোসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব উক্ত হত্যাকান্ডের পরবর্তী ছায়াতদন্ত সহ ঘাতককে গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। এব্যাপারে রামু থানায় হত্যা মামলা রুজু করা হয়। এর সূত্র ধরে আলী হোসেনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বড় ভাই বাবুল হোসেনকে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকার করেছে। আসামিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…