কক্সবাজার জেলা

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির ফোন নম্বর ক্লোন করে হ্যাকারের নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ব্যবহৃত ফোন নম্বর ক্লোন করে হ্যাকাররা নিয়ন্ত্রণ নিয়েছে। এখন ওই নম্বরটি বা নম্বরটি সংশ্লিষ্ট হোয়াটস অ্যাপ বা ইএমও ব্যবহার করে নানাজনের কাছে টাকা ধার চাওয়া সহ বিভ্রান্তকর তথ্য প্রদান করা হচ্ছে।

ঠিক কখন থেকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির ফোন নম্বরটি ক্লোন করে হ্যাকাররা নিয়ন্ত্রণ নিয়েছে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে প্রথমে প্রতিবেদকের নজরে আনেন ঢাকায় একটি সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক। তিনি প্রতিবেদককে জানান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির নম্বরের হোয়াটস অ্যাপ থেকে টাকা ধার চেয়ে একটি ম্যাসেজ পাঠানো হয়েছে। অথচ সভাপতির সাথে তার ওই ধরণের কোন সখ্যতা বা যোগাযোগ নেই।

এর সূত্র ধরে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ফোন নম্বরে ফোন করা হলে ফোনটিও রিসিভ করেন ভিন্ন কেউ। যারা ফোনটি রিসিভ করে বিভ্রান্তকর কথা বলেন। পরে ফরিদুল ইসলামের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলে তারা স্বীকার করেন ফোন নম্বরটি ক্লোন করে ভিন্ন কেউ ব্যবহার করছেন।

বিষয়টি নজরে আসার পর কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এব্যাপারে কােউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। ইতিমধ্যে এব্যাপারে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর থানার পরিদর্শক তদন্ত মো. কাইছার হামিদ জানান, বিষয়টি সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তা উদ্ধারের চেষ্টা করছেন। বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির ফোন নম্বর ক্লোন করে হ্যাকাররা ব্যবহার করছেন রাজশাহীর একটি এলাকায় বসে।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago