জীবাশ্ম জ্বালানি বন্ধে চট্টগ্রামের শিক্ষার্থী সাইদুরের ৬৪ জেলায় সাইকেল ভ্রমণ শুরু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র সাইদুর রহমান শাকিব দ্বিতীয় বারের মতো ৬৪ জেলায় সাইকেল ভ্রমণ শুরু করেছেন। ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ হোক, সুরক্ষিত থাকুক ধরণীর লোক’–এ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো ৬৪ জেলায় সাইকেল ভ্রমণ শুরু করেছেন চট্টগ্রামের শিক্ষার্থী সাইদুর রহমান শাকিব।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট শাপলা চত্বর থেকে এ যাত্রা শুরু করেন তিনি। প্রথম দিন টেকনাফ জিরো পয়েন্ট থেকে শুরু করে উখিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত ৮১ কিলোমিটার পথ পাড়ি দেবেন সাইদুর।

দ্বিতীয় দিন কক্সবাজার, রামু, আলীকদম হয়ে ১১৬ কিলোমিটার পথপাড়ি দিয়ে বান্দরবান পৌঁছানোর কথা রয়েছে তাঁর। তৃতীয় দিন বান্দরবান থেকে সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। এখন থেকে দৈনিক ১২০-১৩০ কিলোমিটার পাড়ি দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

সাইদুর চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র। তিনি গত বছর ১৬ জানুয়ারি টেকনাফ থেকে শুরু করে ৩৯ দিনে প্রথমবারের মতো সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ শেষে ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছেছিলেন।

সাইদুর রহমান বলেন, এবারের যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে, জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে সবাইকে সচেতন করা।

তিনি বলেন, এর আগে চট্টগ্রাম থেকে কক্সবাজার, কাপ্তাই, রাঙামাটি একাধিকবার সাইকেলে যাত্রা করেছেন। এবারের সাইকেল যাত্রাটি ৬৪ জেলা ঘুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে এসে ৪৫ দিনের দিন শেষ করার ইচ্ছা রয়েছে।

সাইদুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে সাইকেল চালানোর শখ জাগে। এর সঙ্গে যোগ হয় ভ্রমণের নেশাও। দ্বিতীয়বারের মতো এই সাইকেল দিয়ে যাত্রাপথে বিভিন্ন প্রচার-প্রচারণার পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে গাছের চারা রোপণ করতে চান। মাঝেমধ্যে লোকারণ্য ও বাজার এলাকায় সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি।

nupa alam

Recent Posts

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago

কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ আবারও চালু

সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…

4 days ago

পেকুয়ায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার : অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…

4 days ago