নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের ৫৫৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও জেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, কক্সবাজারের চারটি আসনের সব কটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা কোনো ধরনের গোলযোগের সুযোগ কাউকে দেওয়া হবে না। ১১ টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কিছু কেন্দ্রে উপস্থিতির সংখ্যা শতাধিক, আবার কিছু কেন্দ্রে ৫০-৬০ জন ভোটার রয়েছে। যারা ভোট প্রদান শেষে ফিরে যাচ্ছেন। একটি ভোট প্রদান করতে কোন বিলম্ব হচ্ছে না।
কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬ লাখ ৫০ হাজার ৯৬০জন। কক্সবাজারে দলীয় ও স্বতন্ত্র মিলে ২৬ জন প্রার্থী রয়েছে।
যেখানে কক্সবাজার-১ আসনে ৭ জন, কক্সবাজার-২ আসনে ৬ জন, কক্সবাজার-৩ আসনে ৬ জন ও কক্সবাজার-৪ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, কক্সবাজার জেলায় ৪ টি আসনে ৫৫৬ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩ হাজার ৫০৫ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা, ৭ হাজার ১০ জন পোলিং কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন। জেলার ৪ টি আসনে ৩৮ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আইন শৃঙ্খলা-বাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।
তিনি জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে ১৭ শতের কাছা-কাছি পুলিশ আনসার দায়িত্ব পালন করছেন। এর সাথে বিজিবি-র্যাব, উপকূলীয় এলাকায় নৌ-বাহিনী ও অন্যান্য উপজেলায় সেনা বাহিনী রয়েছেন। তাদের সংখ্যা আড়াই হাজারের বেশি।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…