বিশেষ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রবিবার কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া এবং কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনের ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে আবেদন দিয়েছেন। কক্সবাজারের অপর ২ টি আসনের কোন প্রার্থী এ পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করেননি। তবে শেষ মূহুর্তে এসে মনোনয়ন পত্র বাতিল হওয়া ২ জন স্বতন্ত্রী প্রার্থীকে আপীলের আদেশে বৈধতা দেয়া হয়েছে।
ফলে শেষ মূহুর্তে কক্সবাজারের ৪ টি আসনে মোট ২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তাদের সোমবার প্রতিক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান এসব তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্য বলছে, রবিবার কক্সবাজার ১ আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এ. এইচ. সালাউদ্দীন মাহমুদ এবং কক্সবাজার ২ আসনের জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ মনোনয়ন পত্র করেছেন। একই সঙ্গে আপীলের আদেশের প্রেক্ষিতে মনোনয়ন পত্র বৈধ হয়েছেন কক্সবাজার ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দীন এবং কক্সবাজার ৩ আসনের ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী শামীম আহসানের।
যার প্রেক্ষিতে বর্তমানে কক্সবাজারের ৪ টি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। এর মধ্যে কক্সবাজার ১ এ ৭ জন, কক্সবাজার ২ এ ৬ জন, কক্সবাজার ৩ এ ৫ জন এবং কক্সবাজার ৪ এ ৬ জন প্রার্থী রয়েছেন।
কক্সবাজার ১ আসনের বর্তমানে প্রার্থীরা হলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, এমপি জাফরের পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দীন ।
কক্সবাজার ২ আসনের বর্তমান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মোঃ ইউনুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশার।
কক্সবাজার ৩ সদর, ঈদগাও ও রামু আসনের প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ও ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী শামীম আহসান।
কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগেসের মো. ইসমাইলের মনোনয়ন।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…