কক্সবাজার জেলা

কক্সবাজার ৩ : নৌকার প্রার্থী এমপি কমলকে শোকজ

নিজস্ব প্রতিবেদক : আচরণ বিধি লংঘনের অভিযোগে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাহ) আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপিকে শুক্রবার শোকজ নোটিশ প্রদান করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সকালে কক্সবাজারের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসুচির নামে অপর এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশ্যে নানা উস্কানিমূলক শ্লোগান প্রদান পূর্বক হৈ-হুল্লুড় করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার মিজান সাঈদের মনোনয়ন পত্রের যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। মানববন্ধন কর্মসুচির নামে প্রার্থী ব্যরিষ্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র বাতিলের দাবিসহ উক্ত প্রার্থীর বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়। পরে পুলিশ এসে মানববন্ধনকারিদের অন্যত্র সরিয়ে দেয়। এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশটি প্রদান করা হয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে নোটিশটির জবাব গত দিনের মধ্যে দিতে বলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

যদিও যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র শতকরা এক শতাংশের ভোটারের দস্তখতের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

ব্যারিষ্টার মিজান সাঈদ জানান, গত ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাঁধার কারণে তিনি যথাসমেয় মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দ্দেশনা নিয়ে গত ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়ন বাছাই করে তাঁকে বাতিল ঘোষণা করা হয়। তিনি এ ব্যাপারে আপীল করবেন বলে জানান।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

2 weeks ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago