র‌্যাবের পোষাক পড়ে ছিনতাইকালে ২ জন ভূয়া র‌্যাব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় র‌্যাবের পোষাক পরিহিত দুই দূর্বৃত্তকে ছিনতাইকালে গ্রেপ্তার করেছে পুলিশ; এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত কিছু উপকরণ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হল- গোপালগজ্ঞ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২) এবং খুলনা জেলার কয়রা উপজেলার আংটিয়ারী এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭)।

এদের মধ্যে সুমন মুন্সি নিজেকে সেনা বাহিনীর বহিস্কৃত নায়েক এবং ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ ব্যাটালিয়নে কর্মরত অবস্থায় ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজী, ছিনতাই ও মাদকসহ ৭ টির বেশী মামলা রয়েছে।

এছাড়া ফারুক হোসেন নিজেকে সেনা বাহিনীর বহিস্কৃত সিপাহী এবং সংস্থাটির শৃংখলা ভঙ্গের দায়ে এক বছর কারাভোগ করেছেন বলে স্বীকার করেছে।

শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় কতিপয় দূর্বৃত্ত র‌্যাব সদস্য পরিচয় দিয়ে রোহিঙ্গা নাগরিকসহ স্থানীয় পথচারিদের ছিনতাই করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে লুণ্ঠিত নগদ ২ হাজার ১১৫ টাকা ও ৩ টি মোবাইল ফোন সেট পাওয়া যায়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত র‌্যাব লেখা সম্বলিত ২ টি জ্যাকেট, ১ জোড়া হ্যান্ডকাফ, র‌্যাবের একটি পরিচয়পত্র, ১ টি ওয়াকিটকি সেট ও সেনা বাহিনীর মনোগ্রাম সম্বলিত একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। “

ওসি বলেন, “ গ্রেপ্তার দূর্বৃত্তরা নিজেদের সেনা বাহিনীর বহিস্কৃত সদস্য বলে স্বীকারোক্তি দিলেও তারা আসলে ওই সংস্থায় কর্মরত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। “

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

1 hour ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

2 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago