নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে নাফনদী দিয়ে কক্সবাজারের টেকনাফে পাচারকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি ব্যাগের ভিতর থেকে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। তবে তারা এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রবিবার রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নদীনিবাস সংলগ্ন এলাকা থেকে ক্রিস্টাল মেথ আইসের এ চালানটি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লে কর্নেল মহিউদ্দিন আহমেদ।
তিনি জানিয়েছেন, রাতে বিজিবি সদস্যরা জানতে পারে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া নদীনিবাস এলাকার দিয়ে বাংলাদেশের পাচার করা হতে পারে। সেই সূত্র ধরে দমদমিয়া বিজিবি চৌকির একটি টহলদল ওই এলাকার অবস্থান নেন। রাতে দুজন ব্যক্তিকে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে নদীনিবাস এলাকার কেওড়া বাগানের ভিতর দিয়ে আসতে দেখে। বিজিবি টহল দলের সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি কেওড়া বাগানে ফেলে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। ওই ব্যাগের ভিতরে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।
লে কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার করা মাদকের এচালানটি ব্যাটলিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…