নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের অবৈধ দখল উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন শনিবার দখলদারদের দ্বারে দ্বারে গিয়ে বুঝিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি শনিবার সকাল ১০ টা থেকে টানা সাড়ে ৩ টা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় দেড় শতাধিক অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি জনস্বার্থে দখল থেকে মুক্ত থাকতে অনুরোধ জানান।
শনিবার প্রধান সড়কের বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু হয় এ অভিযান। কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী পৌর কর্মচারিদের সাথে নিয়ে অভিযান দলটি বড় বাজার হয়ে প্রধান সড়ক, বৌদ্ধ মন্দির, গোলদিঘির পাড়, হাসপাতাল সড়কে এসে শেষ হয়।
এসময় মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, বৃহস্পতিবার প্রথম দিন সকাল-সন্ধ্যায় দুই দফায় অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বন্ধ থাকার পর শনিবার এই অভিযান শুরু হয়। অভিযানে ফুটপাদ দখল করে গড়ে উঠা দেড় শতাধিক দোকান সরিয়ে নেয়া হয়েছে। এই সঙ্গে ২০ টির বেশি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দখলদারদের বুঝানো হচ্ছে যাতে কোনভাবে নতুন করে দখল না করেন। উচ্ছেদ করা স্থানে যে আর দোকান না বসান। এই সঙ্গে অভিযানে অবৈধ পাকিং সরিয়ে নেয়া হয়েছে। নতুন করে আবার দখল বা পাকিং করলে কঠোর অবস্থানে যাবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ টা এ অভিযান অব্যাহত থাকবে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…