নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের গঠন করা চার সদস্যের তদন্ত কমিটি কক্সবাজারে রয়েছেন। তারা ঘটনাস্থলসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছেন।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খাদিমুল বাশার জয়, রবিউল হাসান রানা, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবিব সজীব।
ছাত্রলীগের সহ-সভাপতি খাদিমুল বাশার জয় বলেন, আমরা সুষ্ঠু তদন্তের জন্য মাঠে নেমেছি। আনীতে অভিযোগের বিষয়গুলো সরেজমিনে এসে খতিয়ে দেখছি। তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দপ্তরে জমা দেবো।
রোববার (১ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কর্মীদের নিয়ে টানা ৭ মাস রেস্টুরেন্টে ভাত খেয়ে বিল না দেওয়ার অভিযোগে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে কর্মীদের নিয়ে টানা ৭ মাস রেস্টুরেন্টে ভাত খেয়ে বিল না দেওয়ায় বুধবার (২৭ সেপ্টেম্বর) সদর থানায় অভিযোগ করেন শহরের রেস্টুরেন্ট মালিক শাহাব উদ্দিন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তোলপাড় শুরু হয়। যার প্রেক্ষিতে কেন্দ্রিয় ছাত্রলীগের পক্ষে তদন্ত কমিটি গঠণ করে।
এদিকে, এ ঘটনায় বুধবার ঘটনাস্থল ওর্য়াল্ড বিচ রিসোর্ট এর ভাতের হোটেলটি বন্ধ পাওয়া গেছে। আশে-পাশের লোকজন জানিয়েছেন গত ৩ দিন ধরে শাহাব উদ্দিনকে পাওয়া যাচ্ছে না। হোটেল বন্ধ করে শাহাব উদ্দিন আত্মগোপনে রয়েছেন।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…