কক্সবাজার জেলা

‘কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের নিদের্শ প্রধানমন্ত্রীর’

চট্টগ্রাম ডেস্ক : কক্সবাজার জেলার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটার জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান নওফেল।

বিশ্ববিদ্যালয়ের জন্য কোন জায়গাটি নির্ধারণ করা হয়েছে, জানতে চাইলে নওফেল বলেন, ‘জায়গার বিষয়টাতো এখন নির্ধারণের বিষয় না। তবে প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দিয়েছেন। সে বিষয়ে আইন প্রণয়নের কাজ চলছে, সবার আগে হবে আইন, যেহেতু কক্সবাজার জেলার নামে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দিয়েছেন, তাই আপাতত আমরা সেটিকে মাথায় রেখে এগোচ্ছি।’

বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজের অগ্রগতির বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদের কাছে আসার পরেই, আমরা সেটা কেবিনেটে পাঠাবো। তারপর সেটি কেবিনেটে পাশ করার পর সংসদে আসবে। তবে বলাটা মুশকিল যে, এই মেয়াদে সংসদে এটা পাশ করাতে পারবো কিনা। তবে আমরা যদি কেবিনেট থেকে পাশ করিয়ে ফেলতে পারি, তাহলে পরবর্তী কাজগুলো যথাসময়ের মধ্যেই হয়ে যাবে।’

কোন ধরনের বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা আছে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মন্জুরি কমিশন আমাদের যে প্রস্তাবনাটি দিয়েছে, সেখানে জেনারেল বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। সেখানে সর্বসাধারণের ভর্তির সুযোগ থাকবে, ভৌগলিকভাবে সেটা যাতে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় মধ্যবর্তী কোনো জায়গায় যেন হয় সেটা মাথায় রাখা হয়েছে। ওইদিকে তিনটি ডিস্ট্রিক—চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান থেকে শিক্ষার্থীরা আসতে পারে, সেটাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য।’

তবে এখনও কক্সবাজারের ঠিক কোন জায়গায় বিশ্ববিদ্যালয় হবে, তা ঠিক করা হয়নি বলে জানান নওফেল। স্থানের আগে আইন পাশ হতে হবে। কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি বলে জানান তিনি।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

2 weeks ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago