নৌকা শেখ মুজিব, শেখ হাসিনার প্রতিক; আওয়ামীলীগ ওই প্রতিকের পক্ষে ঐক্যবদ্ধ : ফরিদুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের বিশ্বাস ও মূল্যায়নের একমাত্র ঠিকানা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সভাপতি। তিনি যাকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে পাঠিয়েছেন আওয়ামীলীগের সকল স্তরের নেতা-কর্মীরা তার পক্ষেই ঐক্যবদ্ধ। নৌকা শেখ মুজিব ও শেখ হাসিনার প্রতিক। এখানে ব্যক্তি কে ওই প্রতিকে মনোনয়ন পেয়েছেন তার চিন্তা করার সময় নেই। নৌকা প্রতিককে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান তিনি।

রবিবার বিকাল ৪ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হল অনুষ্ঠিত কক্সবাজার পৌর আওয়ামীলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার লক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামীলীগের ক্ষমতা সময় নৌকা প্রতিকের মেয়র হিসেকে মুজিব নির্বাচিত হওয়ায় গত ৫ বছরের পৌরসভার উন্নয়নের দৃশ্য বদলে গেছে। এ উন্নয়ন ধারাবাহিক রাখতে হলে শেখ হাসিনার মনোনীত মাহাবুবুর রহমানকে বিজয় করতে হবে। এখানে বিকল্প বা বিদ্রোহীদের চিন্তা করার কোন সুযোগ নেই। নৌকা যার, আওয়ামীলীগ তার। নৌকার বিরোধীতাকারিরা আওয়ামীলীগের কেউ হতে পাবে না।

সভাপতিত্বের বক্তব্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম বলেন, শেখ হাসিনার পছন্দের প্রার্থী মাহাবুবুর রহমানের জন্য প্রতিটি ওয়ার্ডের সকল নেতা-কর্মীরা এক যোগে ঐক্যবদ্ধ। প্রতিটি ওয়ার্ডে নারী সদস্যদের নিয়ে কমিটি গঠন এবং নির্বাচন নিয়ে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা করেন তিনি।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় সভায় মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত জেলা ও পৌর আওয়ামী লীগের মৃত্যুবরণকারী সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পৌর আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী ১২ জুন পর্যন্ত সকলে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। পৌর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে শেখ হাসিনার নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। শেখ হাসিনা তৃর্ণমুল থেকে উঠা আসা একজন মাবুকে মনোনয়ন দিয়ে প্রমাণ করেছেন এখানে পরিবারতন্ত্র বা অহংকারের কোন স্থান নেই।

বর্তমান মেয়র মুজিবকে অভিভাবক মন্তব্য করে মাবু বলেন, অভিভাবকের দেখিয়ে দেয়া পথে পৌরসভার অসমাপ্ত উন্নয়ন শেষ করতে চাই। শেখ হাসিনা তৃর্ণমুল নেতা-কর্মীদের মূল্যায়ন করতে জানেন, আমি ছাত্রলীগ, যুবলীগ থেকে আওয়ামীলীগের দায়িত্বশীল এক কর্মী হিসেবে সেই শিক্ষা পেয়েছি। আমি মাবু সকল স্তরের নেতা-কর্মী মূল্যায়ন করেছি, করছি, করবো।

সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহেদ আলী শাহেদ, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি নুর মোহাম্মদ, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সভাপতি জহিরুল কাদের, ১ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি জাফর আলম, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু আহমদ, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিক উল্লাহ কোম্পানি।

এই সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী।

এদিকে রবিবার সকাল ১১ টায় ৯ নম্বর ওয়ার্ডের খাজা মঞ্জিল, মহেশখালীয়া পাড়া, সংকর মঠ, বৈদ্যঘোনায় ঘরে ঘরে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহিরুল কাদের, যুবলীগ নেতা মোহাম্মদ শহিদুল্লাহ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রতন চৌধুরী,সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ ইকবাল, এলাকার সর্দার শামসুল আলম প্রমুখ।

মাহাবুবুর রহমান জোহরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদের মাঠে ডাঃ ওসমান গনী ও শাহজালাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার মাসুদুর রহমানের মায়ের জানাযায় অংশগ্রহণ করেন। ওই সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

9 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

9 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago