কক্সবাজার জেলা

র‌্যাবের অভিযানে সাড়ে ৩ লাখ ইয়াবা, নগদ পৌণে ৩ লাখ টাকা সহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : পৃথক অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবা ও নগদ পৌণে তিন লাখের বেশী টাকাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

শুক্রবার ও শনিবার পৃথক সময়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া রাস্তারমাথা, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এবং কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

লে. কর্ণেল সাইফুল বলেন, শুক্রবার রাতে টেকনাফ থেকে মাদকের বড় একটি চালান যানবাহন যোগে চট্টগ্রামের উদ্দ্যেশে পাচারের খবর পায় র‌্যাব। পরে রাত ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার রাস্তারমাথা এলাকায় র‌্যাব একটি অস্থায়ী চৌকি স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা সন্দেহজনক একটি পিকআপ দেখতে পেয়ে থামায় র‌্যাব সদস্যরা। এসময় গাড়ীটিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ লাখ ইয়াবা ও নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এতে জড়িত সন্দেহে আবু হানিফ (৩৬) নামের গাড়ীর চালককে আটক করা হয়েছে।

এদিকে শুক্রবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজোখাইয়া নামক এলাকা পৃথক এক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাবের এ ব্যাটালিয়ন অধিনায়ক।

এতে আটকরা হল- নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজোখাইয়া এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫)।

লে. কর্ণেল সাইফুল বলেন, শুক্রবার বিকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজোখাইয়া এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটকরা সম্ভব হলেও অন্যারা পালিয়ে যায়। এসময় আটকদের সঙ্গে থাকা ছোট একটি ব্যাগে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।

অন্যদিকে শনিবার ভোর রাত সাড়ে ৩ টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার নয়াপাড়ায় পৃথক আরেকটি অভিযানে ৩০ হাজার ইয়াবা এবং মাদকে খুচরা বিক্রির নগদ দুই লাখ ৬১ হাজার ৬০০ টাকাসহ মা-মেয়েকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

এ ঘটনায় আটকরা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার নয়াপাড়ার বাসিন্দা।

লে. কর্ণেল সাইফুল বলেন, শনিবার ভোর রাতে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় জনৈক ব্যক্তি নিজের বাড়ীতে মাদকের চালান মজুদ রেখে দীর্ঘদিন ধরে কেনাবেচা করছ খবরে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় সন্দেহজনক বসত ঘরটিতে তল্লাশী চালিয়ে ৩০ হাজার ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই লাখ ৬১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এতে ঘরে থাকা মা-মেয়েকে র‌্যাব সদস্যরা আটক করেছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

2 weeks ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago