নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় রোহিঙ্গা বাবা-ছেলেকে ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দিয়েছেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
সাজাপ্রাপ্তরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪১) এবং তার ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।
মামলার নথির বরাতে ফরিদুল বলেন, উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কলিম উল্লাহ এবং তার ছেলে কেফায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে বলে খবর ছিল র্যাবের। এর প্রেক্ষিতে ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে গত ২০২১ সালের ৫ আগস্ট সন্ধ্যায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
এসময় গ্রেপ্তারদের স্বীকারোক্তি মতে- কলিম উল্লাহ’র বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে পাওয়া যায় ২ লাখ ৬৮ হাজার টাকা।
এ ঘটনায় গত ২০২১ সালের ৭ আগস্ট র্যাবের হোয়াইক্যং ক্যাম্পের সদস্য মো. আলাউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
পরে গত ২০২২ সালের ৭ আগস্ট মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ওই বছর ১৭ অক্টোবর আদালত আসামিদের বিচার শুরুর (চার্জশীট) আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল বলেন, সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক বাবা-ছেলেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানার সাজার ঘোষণা দেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশ দিয়েছেন।
মামলার রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…