নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে ক্রীড়া সংগঠন ‘সোনালী অতীত ক্লাব কক্সবাজার’। এতে জেলার সাবেক কৃতি ফুটবলার অধ্যক্ষ জসিম উদ্দিন সভাপতি ও ছিদ্দিক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘সোনালী অতীত ক্লাব কক্সবাজার’ কমিটি গঠনে কাউন্সিল ও ইফতার মাহফিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।
সোনালী অতীত ক্লাব কক্সবাজারের আহ্বায়ক অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উদ্বোধকের বক্তৃতা করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া।
সাবেক ফুটবলার আবদুর রহিমের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের শুরুতে জেলার প্রয়াত ফুটবল খেলোয়াড়দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন, অনু্ষ্ঠানে উপস্থিত সাবেক খেলোয়াড়রা। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, এম আর মাহবুব।
সাবেক ফুটবলার পরেশ দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, সোনালী অতীত ক্লাব কক্সবাজারের সদস্য সচিব ছিদ্দিক আহমদ, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শারাফাত উল্লাহ বাবুল প্রমুখ। অনু্ষ্ঠানে কক্সবাজার জেলার সাবেক ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন সোনালী অতীত ক্লাব কক্সবাজারের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলার সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে ‘সোনালী অতীত ক্লাব কক্সবাজার’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও অনু্ষ্ঠানে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…
সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…