নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার পৌর শাখা। চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি এই তিনটি বিষয়ে পৃথকভাবে প্রতিযোগিতা শুরু হবে ২৫ আগস্ট থেকে। যা ৩০ আগস্ট পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হবে।
২৫ আগস্ট বিকেল ৩ টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। ৪ টি গ্রুপে আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপ শিশু থেকে ২য় শ্রেণী পর্যন্ত বিষয় বঙ্গবন্ধুকে নিবেদিত উন্মুক্ত ছড়া। খ গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বঙ্গবন্ধুকে নিবেদিত উন্মুক্ত কবিতা। গ গ্রুপ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজ কারও রক্ত চাইতে আসিনি। ঘ গ্রুপ একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে সর্বোচ্চ ৩ মিনিট পাঠ।
২৬ আগস্ট বিকেল ৩ টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। ২টি গ্রুপে এই প্রতিযোগিতায় ক গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণী বিষয় বঙ্গবন্ধুর ছোটবেলা (৩০০ শব্দ)। খ গ্রুপ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী বিষয় বঙ্গবন্ধুর কারাজীবন (৫০০ শব্দ)।
২৭ আগস্ট বিকেল ৩টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৩টি গ্রুপে এই প্রতিযোগিতায় শিশু থেকে ২য় শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা জল রং দিয়ে জাতীয় পতাকা অংকন। খ গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা মোম রং দিয়ে ৭ মার্চের ঐতিহাসিক ভাষন। গ গ্রুপ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা মোম রং দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এছাড়া ৩০ আগস্ট বিকাল ৫ টা থেকে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আয়োজন করা হয়েছে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এক বিবৃতি জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নেয়ার ক্ষেত্রে নানা নিয়মাবলী রয়েছে। এসব নিয়মাবলী হল : কক্সবাজারে বসবাসরত যে কোন শিক্ষার্থী (শিশু শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত) নির্ধারিত গ্রুপে অংশ নিতে পারবে।’ রচনা প্রতিযোগিতায় বাংলা ইংরেজীতে অংশ নিতে পারবে। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে এবং তাদের ছবি অনলাইনে প্রকাশ করা হবে। ৩০ আগস্ট পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রতিযোগিতায় পুরস্কৃতদের রচনা, আবৃত্তি ও চিত্রাংকন কক্সবাজার পৌর আওয়ামী লীগ কোন মাধ্যমে প্রকাশ বা মুদ্রণ করার ক্ষেত্রে প্রতিযোগির সম্মতি আছে মর্মে বিবেচিত হবে। প্রত্যেক প্রতিযোগীকে নির্ধারিত স্থানে সময়ের ১৫ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীতার জন্য আর্ট পেপার ব্যতীত যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। অবশ্যই ২৩ আগস্টের মধ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়, লালদিঘীর পূর্ব পাড়, কক্সবাজার অথবা সঙ্গীতায়তন, বঙ্গবন্ধু সড়ক, কক্সবাজার এ প্রতিযোগীর সকল তথ্য ও নাম জমা দিতে হবে (প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ০১ টা ও বিকাল ০৪টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত) এছাড়াও ই-মেইল: coxpowra.aleg@gmail.com, হোয়াটস অ্যাপ- ০১৮১৬-৯০৮২৯১ এর মাধ্যমে নাম জমা দেওয়া যাবে। প্রতিযোগিতায় আগ্রহীদের অংশগ্রহণের ক্ষেত্রে যোগাযোগ করা যাবে : ০১৮১৯৮২৬১৬৭, ০১৮১৯৬২১৮০০, ০১৮১৬২৪৩২৫৬।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…