নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারির গুলিতে ২ রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে মামলায় এজাহারনামীয় ৩ আসামীকে গ্রেফতার করে এপিবিএন।
নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে বৃহস্পতিবার সকালে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কর্মকর্তা মো. কামরান হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (০৯ আগস্ট) রাতে গুলিতে নিহত হন ক্যাম্প ১৫ এর সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন। এদের মৃতদেহ ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে নিহতের জানাযা শেষে ক্যাম্প-১৫ এর ডি ব্লক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, একই ক্যাম্পের সোনা মিয়ার ছেলে এজাহারের ৪ নম্বর আসামী সাহ মিয়া (৩২), জাফর আলমের ছেলে এজাহারের ৫ নম্বর আসামী মোঃ সোয়াইব (১৯), রশিদ আহমেদের ছেলে এজাহারের ৩ নম্বর আসামী জাফর আলম (৫৪)।
এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান এপিবিএন এর কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত…
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…