মানবপাচার মামলায় বড় ভাইয়ের পরিবর্তে আদালতে দাঁড়িয়ে জামিন নেয়া ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের একটি মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়া সেই ছোট ভাই গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম (১৫) কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত মো. ইলিয়াসের পুত্র। রফিকুলের বড় ভাই আলাউদ্দিন ২০১৪ সালে দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। আলাউদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, ২০১৪ সালে সংঘবদ্ধ মানবপাচারী চক্র রামুর নুরুল ইসলাম সহ কয়েকজনকে উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকুরি দেয়ার প্রলোভনে সমুদ্র উপকূলে একটি ট্রলারে তুলে দেয়। ট্রলারটি থাইল্যান্ডের পাহাড়ে পৌঁছে চক্রের সদস্যের হস্তান্তর করে। যেখানে নুরুল ইসলামকে শাররিক নির্যাতন করে আদায় করা হয় ৪ লাখ টাকা মুক্তিপণ। এরপর নুরুল ইসলামকে পাঠানো হয় মালয়েশিয়ায়। ওখানে দালালরা আটকে রাখলেও ২০১৭ সালে পুলিশ আটক করে। ওখানে এক বছর কারাভোগ শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে পূরুল ইসলাম দেশে ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের ২৯ অক্টোবর নুরুল ইসলাম বাদি হয়ে আলাউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালত গ্রেফতারি পরোয়ারা জারি করলে ২০১৯ সালে ২৮ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চে আলাউদ্দিন তার ছোট ভাই রফিকুলকে (১২) কে আলাউদ্দিন সাজিয়ে দাঁড় করিয়ে জামিনের আবেদন জানান। আদালত রফিকুলকে আলাউদ্দিন হিসেবে জামিনও দেন। বিষয়টি জানাজানির পর দেশব্যাপী আলোচনা শুরু হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, এর পর ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিন মামলার বাদির উপর হামলা করে। এ ঘটনায় আরো একটি মামলা হয়। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আলাউদ্দিন গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও রফিকুল পালাতক ছিল। রফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

4 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

4 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago