নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও আইন-শৃংখলা বাহিনীর পোষাকসহ কথিত আরসা বাহিনীর আর্মস ইউনিটের প্রধানকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ওয়েস্ট/৪ ব্লকে এ অভিযান চালানো হয় বলে ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
আটক আবু ছিদ্দিক (৩৬) উখিয়ার কুতুপালং ২ নম্বর-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ওয়েস্ট/৪ ব্লকের বাসিন্দা বশীর আহমদের ছেলে।
নইমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন অভিযান (ব্লক রেইড) অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উখিয়া কুতুপালং ২ নম্বর-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ওই ব্লকে অভিযান চালায়। এক পর্যায়ে এপিবিএন সদস্যরা খবর পায় এক রোহিঙ্গা দুস্কৃতিকারি অস্ত্রসহ নিজের বসত ঘরে অবস্থান করছে।
” এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এপিবিএন সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ১ টি বন্দুক, এপিবিএন পুলিশের ১ সেট পোষাক (ইউনিফর্ম) ও সেনা সদস্যদের ব্যবহৃত এক জোড়া জুতা (বুট)। “
এপিবিএন এর কর্মকর্তার ভাষ্য, ” আটক ব্যক্তি স্বীকার করেছে, সে ক্যাম্পে কথিত আরসা বাহিনীর জোবায়ের গ্রুপের সক্রিয় সদস্য। সে বাহিনীটির আর্মস ইউনিটের প্রধানের দায়িত্বে রয়েছে। সাংগঠনিক কাজের সুবিধার্থে সে এপিবিএন এর কমব্যাট ইউনিফর্ম সংগ্রহ করেছে। রাতের বেলায় এপিবিএন সদস্যদের পোষাক পড়ে অপরাধ সংঘটনের কাজে এই ইউনিফর্ম ব্যবহার করত। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…