পাচারকালে ৪৮ রোহিঙ্গা উদ্ধার; ছয় দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় বাস যোগে পাচারকালে নারী ও শিশুসহ ৪৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং পাচারে জড়িত সন্দেহে গাড়ীটির চালকসহ ছয় দালালকে আটক করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, সোমবার বিকাল সাড়ে ৫ টায় শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলা সদরের সহকারি ভূমি কমিশনার কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়েছে।

আটকরা হল, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার মোহাম্মদ ইউনুস ওরফে ফকির এর ছেলে মোহাম্মদ আলী জোহার (২৮), একই এলাকার মোহাম্মদ জালালের ছেলে ইমাম হোসেন (৩৫), জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ জোবায়ের (২০), ও মো. আয়ুব আলীর ছেলে মোহাম্মদ আয়াজ (১৯), পালংখালী ইউনিয়নের ভাদিতলা এলাকার মৃত আকতার কামালের ছেলে মোহাম্মদ রুবেল (১৯) এবং টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ফজল আহমদ (৬৫)।

এদের মধ্যে ফজল আহমদ জব্দ করা বাসটির চালক।

আহমেদ সঞ্জুর বলেন, বিকালে টেকনাফ দিক থেকে কক্সবাজারমুখি পাচারের উদ্দ্যেশে যানবাহন যোগে রোহিঙ্গাদের বহনকারি একটি আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে উখিয়া উপজেলা সদর স্টেশনের সহকারি ভূমি কমিশনার কার্যালয়ের সামনে পুলিশ একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। পরে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক যানবাহনে তল্লাশী চালায়।

” এক পর্যায়ে সন্দেহজনক একটি বাস পৌঁছালে থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ১৭ জন নারী, ২২ জন পুরুষ, ৬ জন মেয়ে শিশু ও তিন জন ছেলে শিশুকে উদ্ধার করা হয়। পাচারকাজে জড়িত সন্দেহে বাসটির চালকসহ ছয় জনকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। “

ওসির ভাষ্য, ” একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারি চক্র রোহিঙ্গাদের পাচারে জড়িত রয়েছে। চক্রটি চাকুরি, বিভিন্ন বাসা বাড়ীতে গৃহকর্মি, শ্রমিকের কাজসহ নানা প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পাচার করছে। এদের মধ্যে অধিকাংশ নারীকে অনৈতিক কাজের জন্য তুলে দিচ্ছে দালাল চক্রের কাছে। “

আহমেদ সঞ্জুর জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। উদ্ধার রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

nupa alam

Recent Posts

টেকনাফে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত…

15 mins ago

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

24 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

24 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago