নিজস্ব প্রতিবেদক ঃ টেকনাফে নিজ স্ত্রীকে মাইকে তালাক ঘোষণা দেওয়ার ঘটনা বেশ আলোচিত হচ্ছে। একটি মসজিদের মাইকে শতশত লোকজনের সামনে এমন ঘোষণার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাসছে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে এমন ঘটনা ঘটে।
স্বামী সৈয়দ নূর এতে উল্লেখ করেন যে, পরকিয়ায় আসক্ত স্ত্রী মোমেনা আকতারকে ইতিমধ্যে ইসলামি শরিয়া ও আইনী ভাবে তালাক ঘোষণা করা হয়। তারপরও স্ত্রী তা মানতে নারাজ। সে বেপরোয়া হয়ে পরকীয়ায় জড়িয়ে সামাজিক ভাবে মানসম্মান নষ্ট করছে।
এলাকার লোকজনের উপস্থিতিতে তাই এমন আয়োজন। এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা যাতে বুঝতে সে আমার স্ত্রী হিসেবে নেই তা জানান দেওয়ার জন্য আর উপায় ছিল না মসজিদের মাইকে তালাকের ঘোষণা দেওয়া ছাড়া।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে মন্তব্য ছড়িয়ে পড়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তারেক মাহমুদ রনী তার ফেসবুকে লিখেছেন “খারাংখালিতে মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক প্রদান কারী ব্যাক্তিকে আইনের আওতায় আনা হউক।”
হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিখেছেন, “রেগে গিয়ে হেরে গেছে এখন, কেউ তুলা (উচ্খে) দিছে,সংবিধানিং আইন লঙ্ঘন করেছে।”
ইব্রাহিম মোহাম্মদ শহিদুলকে নামের একজন লিখেছেন, “স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুবাদে পরকীয়া প্রেম লিপ্ত হয়, আমার জানামতে ৪-৫ জনের সাথে শারীরিক সম্পর্ক ছিলো, ওনি সর্বশেষ নিজের ছেলের সঠিক তত্ত্বের ভিত্তিতে দেশে চলে আসার পরও পর্যায়ক্রমে মেয়েটি খারাপের দিকে ধাবিত হয়,যার কারণে কোনো উপায় না দেখে প্রতিবেশী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরমর্শে কোর্ট থেকে ডিভোর্স দেওয়ার পরও মেয়েটি অস্বীকার করে, এর পর হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজে চেষ্টা করার পরও ব্যর্থ হয়। ”
মাহবুবুর রহমান ফাহিম নামের একজন লিখেছেন, “আমার দৃষ্টিতে সেরা একটি কাজ করছে তবে তালাককারী ব্যক্তির মতে বিয়ে করার সময় যেমন জনগণকে জানানো হয়ছে, ঠিক একইভাবে তালাকের সময়ও জানিয়ে দিছে।”
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ” সামাজিক মাধ্যমে ভাসছে তালাক ঘোষণার একটি ভিডিও। তবে এ বিষয়ে কেউ আইনী প্রতিকার পাওয়ার জন্য আসেনি। “
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…