পিকআপ ধাক্কায় নিহত পাঁচ ভাইয়ের শ্রাদ্ধ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার মালুমঘাটে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত পাঁচ ভাইয়ের ধর্মীয় রীতি মতে আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ১২ টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় নিহতদের বাড়ীতে এ আয়োজন করা হয়।

নিহতদের বাড়ীর আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানস্থলের পূজামন্ডপে চেয়ারের উপর ফুলের মালা দিয়ে একে একে সাজিয়ে রাখা হয় নিহত ৫ ভাইয়ের ছবি।ছবিগুলোর সামনে রাখা হয়েছে পূজা-আচারের নানা উপকরণ। প্রস্তুতি শেষ হলেই শ্বেতবস্ত্র পরিধান করে পুরোহিতের সামনে উপস্থিত হন নিহতদের স্ত্রী ও সন্তানরা। এরপর ধর্মীয় মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় নিহতদের উদ্দ্যেশে আদ্যশ্রাদ্ধের ক্রিয়াকর্ম।

নিহতদের বাড়ীতে অনুষ্ঠানস্থলে সমবেত স্বজনদের মাঝে দেখা গেছে শোকের পাশাপাশি ক্ষোভের বহির্প্রকাশ। এদের কেউ কেউ শোকের মুহ্যমান হলেও ঘটনার চারদিন পরও ঘাতক চালক ও মালিককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে না পারায় অনেকের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

অন্যদিকে নিহতের স্বজনদের সমবেদনা জানাতে ভিড় জমেছে বিভিন্ন স্তরের লোকজনের।

তারা দাবি, দুর্ঘটনাটি যেভাবে ঘটেছে তা পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনার পর স্থানীয়রা সড়কের পাশে জঙ্গল থেকে ঘাতক পিকআপটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও এখনো পর্যন্ত চালক ও মালিককে গ্রেপ্তার করতে সক্ষম হননি। ঘটনার চারদিন পরও পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কেউ নিহতদের স্বজনদের কোন খোঁজ-খবর নেয়নি। এ নিয়ে তারা ঘাতক চালক ও মালিককে রক্ষায় অবহেলার পাশপাশি যোগসাজশের অভিযোগ তুলেছেন।

গত ৮ ফেব্রুয়ারী ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় শ্মশানে বাবার উদ্দ্যেশে পূজা শেষে বাড়ী ফিরতে রাস্তা পার হচ্ছিল ৯ ভাই-বোন। এসময় কক্সবাজারমুখি একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় ৫ ভাই নিহত এবং ৩ জন আহত হন । এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই ভাই-বোন। এদের মধ্যে রক্তিম সুশীল নামের একজনের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) রাতেই নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

19 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

19 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

5 days ago