কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদারের বিরুদ্ধে প্রতিপক্ষের নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।

এ নিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফতে আলী সিকদার পাড়ার মৃত ফিরোজ আলমের মেয়ে তানজিনা সুলতানা সুমির এ অপপ্রচারে লিপ্ত রয়েছে।

চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার দাবি করেন, একজন নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে বারবার ভূমি দস্যুতার অভিযোগ তোলা হচ্ছে। আমি কোথায় কার জমি দখল করছি সেটির সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মাথা পেতে নিবো।

জাহাঙ্গীর সিকদার বলেন, ওই নারী ওয়ারিশ সনদ জালিয়াতির কথা উল্লেখ করে আমার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন যেটা তদন্তাধীন এবং চলমান রয়েছে। বিজ্ঞ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা না রেখে সেটা নিয়ে আবার ভুল ব্যাখ্যা করে বারবার আমার সম্মানহানী করা হচ্ছে। যে জায়গা নিয়ে বিরোধের কথা বলা হচ্ছে, সে জায়গার মালিক জমির নামে অন্য কেউ অথচ তার জায়গা দখল করে নেওয়া হচ্ছে বলে সব জায়গায় মিথ্যা কথা রটানো হচ্ছে।

সাজানো ও দুরভিসন্ধিমূলক এসব সংবাদ একটি স্বার্থান্বেষী মহল নিজেদের মধ্যে যোগসূত্র স্থাপন করে প্রকাশ করে। অসৎ উদ্দেশ্যে এসব অপপ্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, একজন নবনির্বাচিত চেয়ারম্যানকে রাজাকার পুত্র বলে বারবার বিভিন্ন জায়গায় উপস্থাপন করে হেয়-প্রতিপন্ন করা হচ্ছে সেটি উদ্দেশ্য প্রণোদিত, ভুল ও মিথ্যা। এরকম বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করে সামাজিক এবং রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করা হচ্ছে। বিষয়টি প্রমাণ করতে না পারলে অভিযুক্ত নারী ও তাকে সহযোগিতাকারী অপচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর, তারেক আজিজ, অ্যাডভোকেট জাহেদুল ইসলাম, তারেক ও কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার প্রমুখ।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

10 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

11 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago