শান্তিপূর্ণ ভোটে ছোট মহেশখালীতে রিয়ান সিকদার চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ এ নির্বাচনে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে প্রতিটি কেন্দ্রে ভোটারদের সবর উপস্থিতি ছিল। আমেজ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গননা শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।

ঘোষিত ফল অনুযায়ী, ১০টি কেন্দ্রে ৩ হাজার ৯ শত ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল) প্রতীকের মইনুল হক রিয়ান প্রকাশ রিয়ান সিকদার । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের সিরাজুল মোস্তফা বাঁশি পেয়েছেন ৩ হাজার ৩৪৯ ভোট ৷ আনারস প্রতীকের মো. আব্দু সামাদ পেয়েছেন ৩ হাজার ১৪৮ ভোট। এছাড়া সরকার দলীয় (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থী মাস্টার এনামুল করিম পেয়েছেন ১১৬৮ ভোট। চশমা প্রতীকের জিহাদ বিন আলী পেয়েছেন ১১শত ৬৩ ভোট ৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ কেন্দ্রে ৭ জন‍ নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিলেন। এছাড়া ৩০ জন র‍্যাব, ১২ জন কোস্টগার্ড, ২০০ জন পুলিশ ও ২১০ জন আনসার সদস্য মোতায়েন ছিল।

এদিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ নির্বাচনে প্রশাসনের ভূমিকাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে, নিরাপত্তার স্বার্থে ১০টি কেন্দ্রে পুলিশ পরিদর্শকরা বডি ক্যামেরা লাগিয়ে দায়িত্ব পালন করেছেন। এসব ক্যামেরা পুলিশ সুপার কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয় বলে ৮নং ওয়ার্ড আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান।

তিনি বলেন, ক্যামেরাটি একটানা ১২ ঘন্টা কাজ করে। ভোট চলাকালীন সময়ে আনলিমিডেট ভিডিও হয়। পুলিশ সুপার কার্যালয় থেকে এটি নিয়ন্ত্রন করা হচ্ছে। কোন দুর্বৃত্ত সহিংসতার মতো ঘটনার চেষ্টা করলে তাদের শনাক্তে সহায়তা করবে ক্যামেরাটি।

দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এসময় ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার আহবান জানান।

প্রসঙ্গত, গেল বছরের ২৪ ডিসেম্বর এ ইউনিয়নের তফসিল করে নির্বাচন কমিশন। ১২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। ১৫ জানুয়ারি যাচাই বাছাই করা হয়। ২২ জানুয়ারি ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। সোমবার এ ইউনিয়ননে ভোট গ্রহণ অনুষ্ঠিত হল।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

13 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

13 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago