মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত চট্টগ্রাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নেছার আহমেদ জানান, শনিবার সকালে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত এ দুই আসামিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে পাঠানো হয়।

তবে সিনহা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর ৬ আসামি কক্সবাজার জেলা কারাগারে রয়েছে বলে জানান এ কারা কর্মকর্তা।

জেল সুপার নেছার বলেন, শনিবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে একটি প্রিজন ভ্যান যোগে সিনহা হত্যা মামলায় মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রামে পাঠানো হয়। এসময় প্রিজন ভ্যানটির আগে ও পিছনে কারারক্ষিদের বহনকারি দুইটি গাড়ী নিরাপত্তার দায়িত্বে ছিল।

“ মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামিদের কেন্দ্রিয় কারাগারে রাখার বিধান রয়েছে। কারা বিধান ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম বিভাগের কেন্দ্রিয় কারাগার হিসেবে ‘চট্টগ্রাম কারাগারে’ পাঠানো হয়েছে। ”

এ কারা কর্মকর্তা বলেন, “ সিনহা হত্যা মামলায় ঘোষিত রায়ে মৃত্যুদন্ডসহ সাজাপ্রাপ্ত কোন আসামি এখন পর্যন্ত কোন ধরণের আপিল করেনি। এসব আসামিদের আপিলের জন্য আরও এক সপ্তাহ সময় রয়েছে। এরই মধ্যে তারা উচ্চ আদালতে আপিল করলে কক্সবাজার কারাগারে থাকা অপর ৬ আসামিকেও চট্টগ্রাম কারাগারে পাঠানো হবে। ”

শনিবার দুপুর ২ টায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতকে বহনকারি প্রিজন ভ্যানটি চট্টগ্রাম কারাগারে পৌঁছেছে বলে জানান নেছার আহমেদ।

গত ৩১ জানুয়ারী কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালত সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদন্ডের এবং ৬ জন আসামির যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার ১৫ আসামির মধ্যে অপর ৭ জনকে আদালত বেকসুর খালাস প্রদান করে রায় দেন।

বিগত ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে ওই বছর ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

7 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago