নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্পিং ২০২১ থেকে ২০২২ এর উদ্বোধন কালে কোভিড-১৯ প্রতিরােধে কক্সবাজারে র্যালী, জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ এবং সী-বীচ এলাকা পরিস্কার করণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) বিকাল ৩ টায় কক্সবাজার সী-বীচ এলাকায় এসব কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত র্যালীটি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু হয়ে শহরটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর কোভিড-১৯ প্রতিরােধে মাস্কবিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ এবং সী-বীচ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন বিএনসিসি ক্যাডেটরা।
এর আগে উক্ত রেজিমেন্ট ক্যাম্পের উদ্বোধন করেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ মােহাম্মদ আনিসুল হক, পিবিজিএম (বার)। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজ এবং কক্সবাজার সিটি কলেজের সম্মানীত অধ্যক্ষবৃন্দ ও প্রশিক্ষণ ওআইসি মেজর মােঃ শরীফুজ্জামান।
কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্পিং ২০২১-২০২২ আগামী ৮ জানুয়ারি ২০২২ হতে ১৩ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজারে অনুষ্ঠিত হবে। উক্ত ক্যাম্পিং এ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল হতে প্রায় ৪০০ জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করবেন ।
ক্যাম্পিং চলাবস্থায় আগামী ০৮ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি ২০২২ পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় (সী-বীচ) প্রশিক্ষণ কার্যক্রম (তত্ত্বীয় ও ব্যবহারিক) অনুষ্ঠিত হবে ।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…