ইমরান আল মাহমুদ, উখিয়া: রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা। এসময় ২৫-২৬ জন অন্ধকারে পালিয়ে যায়।
৭ ডিসেম্বর(মঙ্গলবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পানবাজার পুলিশ ক্যাম্পের এসআই মুহাম্মদ ফয়জুল আজীম ও এএসআই শেখ মো. ইয়াছিন।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।
এপিবিএন সূত্রে জানা যায়, গভীররাতে ক্যাম্প-৯ এর সি-১১ ব্লকের মক্তবের সামনে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করে অজ্ঞাত ৩০-৩৫ জন রোহিঙ্গা ডাকাত। এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৯ জন রোহিঙ্গা ডাকাতদলের সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন ক্যাম্প-৯ এর সি-১৭ ব্লকের মোহাম্মদ সলিমের ছেলে মোহাম্মদ শফিক(২২),সি-৪ ব্লকের আব্দু শুক্কুরের ছেলে নুর মোস্তফা(২২),এ-৩ ব্লকের মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া(৩৮),ক্যাম্প-২৫ এর ডি-৭ ব্লকের আব্দু শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ(২২),ক্যাম্প-১৫ এর এ-৩ ব্লকের মৃত মো. সফির ছেলে সফিউল আলম(৩৮),সি-১ ব্লকের মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম(২৪),ক্যাম্প-১১ এর ই-২ ব্লকের মৃত কাছিমের ছেলে জাফর আলম(৪৭),ক্যাম্প-১৮ এর এম-১১ ব্লকের মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ(২৪) ও এম-৫ ব্লকের মুসলিমের ছেলে শফিউল্লাহ(৩৩) কে আটক করা হয়।
৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান,রোহিঙ্গা ক্যাম্প-৯ এ ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ক্যাম্পের ৯জন রোহিঙ্গা ডাকাতদলের সদস্য আটক করা হয়। এসময় ২৫-২৬জন রোহিঙ্গা ডাকাত পালিয়ে যায়। আটক রোহিঙ্গারা সবাই তালিকাভুক্ত দুষ্কৃতকারী। আটককৃতদের থেকে ৬টি দা ও ৩টি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…