মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ৪ ডিসেম্বর বঙ্গবন্ধু ও শেখ মনি’র প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ, দোয়া মাহফিল শেষে বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর সভাপতির বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি নাম শেখ ফজলুল হক মনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সূচনা করেছিলেন, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের কল্যাণকামী যুবসমাজকে সাথে নিয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সে সময়কাল থেকে যুবলীগের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান সময়ে শেখ মণি’র রক্তের উত্তরাধিকার শেখ ফজলে শামস্্ পরশের নেতৃত্বে মুজিব সারথিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে।
যুবনেতা ইফতেখার উদ্দিন পুতু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা মির্জা ওবাইদ রুমেল, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, ইমরুল কায়েস, আলিম উদ্দিন, দিদারুল ইসলাম রুবেল, কাজী দিদার, ইসমাইল সাজ্জাদ, আবুল কাশেম, মোস্তাক আহমদ, আব্দু সালাম ভেট্টো প্রমূখ। আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এড. ইমরুল কায়েস মানিক, শওকত আলী মানিক, এড. নুরুল ইসলাম সায়েম, ইউছুপ খান নবাব, সিরাজ খান, আমির হোসেন, জুয়েল সরকার, ইয়াছিন আরাফাত রিগ্যান, এম. ফিরোজ উদ্দিন খোকা, জুনায়েত কবির জুয়েল, মুহাম্মদ ফারুক, রউফ নেওয়াজ ভুট্টো, মো: আতাউল্লাহ, রুবাইছুর রহমান, এড. আরিফুল মোস্তফা, ফয়সাল, জসিম উদ্দিন আকাশ, কফিল সিকদার, সুরুত আলম রওশন, পারভেজ, মোজাহেদুল ইসলাম, একলাস চৌং, মো: এরশাদ, রায়হান, মিজানু রহমান জিকু, সাদ্দাম। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হাফেজ মো: ইউনুছ।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…