মহেশখালী প্রতিনিধি : কক্সবাজার উপকূল থেকে ১৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মহেশখালীর ১৪ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (২৬ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান ভাসমান অবস্থায় ‘এফবি মরিয়ম’ নামক ফিশিং বোটটি ১৪ জন জেলেসহ উদ্ধার করে।
রোববার (২৮ নভেম্বর) বিকেলে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ উদ্ধার জেলেদের চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।
নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাগরে ইঞ্জিন বিকল হয়ে মাছ ধরার একটি ফিশিং বোটটি ১৪ জন জেলে নিয়ে আট দিন ধরে সাগরে ভাসছিল।
উদ্ধার জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। তারা সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।
নৌ-বাহিনী জানায়, গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এবং ভাসমান অবস্থায় আট দিন সমুদ্রে অবস্থান করে।
পরবর্তীতে সাগরে টহলে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান শুরু করে। এরপর গত শুক্রবার নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘এফ ভি মরিয়ম’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।
নৌ সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। পরে রোববার বিকেলে বানৌজা দুর্জয় তাদেরকে চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…