আইন-আদালত

ভিক্ষু হত্যার চেষ্টার দায়ে আরেক ভিক্ষুর ৫ বছর কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের উইমাতা বৌদ্ধ বিহারের পুরোহিত ভিক্ষুকে বিহারটির আরেকজন ভিক্ষু কর্তৃক হত্যা চেষ্টার দায়ে পাঁচ বছর স্বশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সাজারও আদেশ দেয়া হয়।

মঙ্গলবার বিকালে কক্সবাজারের চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন বলে জানান আদালতটির ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. আশেক এলাহী শাহজাহান নূরী।

সাজাপ্রাপ্ত মংয়েন রাখাইন (৪৭) কক্সবাজার শহরের ক্যাং পাড়ার মৃত আহ্লা মং রাখাইনের ছেলে। তিনি কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাং সংলগ্ন উইমাতারা ক্যাং এর আবাসিক ভিক্ষু ছিলেন।

মামলার ও রায়ের আদেশের নথির বরাতে চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান নূরী বলেন, ২০১৬ সালের ১৩ জুলাই ভোরে আসামী মংয়েন রাখাইন কক্সবাজার শহরের উইমাতারা ক্যাংয়ের দ্বিতীয় তলায় প্রবেশ করে পুরোহিত ভিক্ষু উথান্ডিতা মহাথের ( ৮২) কে হত্যার উদ্দ্যেশে লাঠি দিয়ে মারধর করে। হামলায় পুরোহিত ভিক্ষুর মাথা ফেটে  মারাত্বক জখম হয়। ওই ঘটনায় ক্যাংটির মন্দির পরিচালনা কমিটির সভাপতি মংচাচিং রাখাইন বাদি হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।

“ মামলাটি তদন্ত করে ওই বছরের ২১ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার সদর থানার তৎকালীন এসআই  মো. মাঈন উদ্দিন।তিনি (মাঈন উদ্দিন) বর্তমানে পিরোজপুর জেলায় ইনস্পেক্টর হিসেবে কর্মরত। “

আদালতের এ প্রশাসনিক কর্মকর্তা বলেন, “ মামলাটির তদন্তের এক পর্যায়ে বান্দরবান জেলার লামা থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগপত্রের তথ্য মতে, ওই ক্যাংয়ের কিছু পরিমান জমি আসামী পক্ষের মালিকানাধীন রয়েছে। সেই সূত্রে আসামি মংয়েন রাখাইন ক্যাংটির পুরোহিতের দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু ক্যাং পরিচালনা কমিটি তাতে রাজী ছিলেন না। এ নিয়ে ক্ষোভের বশীভূত হয়ে ক্যাংয়ের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ভিক্ষু উথান্ডিতা মহাথেরকে হত্যার উদ্দ্যেশে হামলা চালানো হয়েছিল। “

শাহজাহান নূরী বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদন আদালত আমলে নিয়ে মামলার বিচারকাজ শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অপরাধ প্রমানিত হওয়ায় আদালত ৫ বছরে স্বশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া জরিমানা অনাদায়ে আসামিকে আরো ৩ মাসের সাজার আদেশও দেয়া হয়। রায় ঘোষণার সময় মামলার ভূক্তভোগী ও আসামি আদালতে উপস্থিত ছিলেন।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

2 weeks ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago