র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘চিহ্নিত এক মাদক কারবারি নিহত’ হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।

র‍্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়ানের সহকারি পরিচালক ( গণমাধ্যম ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, রোববার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ছৈয়দ আলমের ছেলে।

র‍্যাব জানিয়েছে, জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে সংঘবদ্ধ মাদক চক্রের অন্যতম হোতা। তার স্বজনরাও মাদক কারবারে জড়িত রয়েছে।

নিয়াজ বলেন, রোববার ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে কতিপয় লোকজন মাদকের বড় একটি চালান নিয়ে আসার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে বালুখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মিয়ানমার দিক থেকে ৫/৬ জন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে র‍্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে তারা উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

” গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ৭০ হাজার ইয়াবা, দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ৩ টি গুলি। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “

র‍্যাবের এ গণমাধ্যম কমকর্তা বলেন, ” ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে সংঘবদ্ধ চক্র গড়ে তোলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। “

” জাহাঙ্গীরের নামে মাদক ব্যবসার অভিযোগে উখিয়া থানাসহ বিভিন্ন থানায় ৫ টির বেশী মামলা রয়েছে। তার স্বজনরাও মাদক কারবারে জড়িত। গত ৩ মাস আগে তার এক বড় ভাই ১ লাখ ইয়াবাসহ এবং বছরখানেক আগে ৩ লাখ ইয়াবাসহ এক শ্যালককে র‍্যাব আটক করেছিল ” বলেন, ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, রোববার বিকালে নিহতের লাশের কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

রাতে ঘটনার ব্যাপারে র‍্যাব বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেছে জানান ওসি।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

13 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

13 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago