প্রথম আলো : ‘সাকি সাকি’ আর ‘দিলবর’ গানের সঙ্গে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন নোরা ফতেহী। ‘সত্যমেব জয়তে টু’ ছবির ‘কুসু কুসু’ গানে নেচে আবার ঝড় তুলেছেন নোরা। শিহরণ জাগানো এসব নাচের পেছনে যে লুকিয়ে আছে অনেক পরিশ্রম আর যন্ত্রণা, কয়জন রাখে তার খবর। যেমন ‘কুসু কুসু’ গানে নোরাকে এক সিমার বডিসুটের সঙ্গে ভেইল কেপ নেকলেস পরতে দেখা যাবে। আর এই পোশাক পরে নাচতে গিয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন এই বলিউড তারকা। ভেইলের ওজন এতটাই বেশি ছিল যে নোরার গলায় চেপে বসেছিল নেকলেস। আর এই বলিউড রূপসীর গলায় এই ক্ষতের চিহ্ন স্পষ্ট। এই পোশাক পরে টানা ছয় ঘণ্টা শট দিয়েছিলেন নোরা।
আমার তখন মনে হচ্ছিল, কেউ আমার গলায় একটা দড়ি শক্তভাবে বেঁধে দিয়েছেন। আর ফ্লোর জুড়ে আমাকে কেউ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে।
মিলাপ জাভেরি পরিচালিত ‘সত্যমেব জয়তে টু’ ছবির এই গানের শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটে নানান ছোটখাটো সমস্যায় হামেশাই পড়তে হয়। নাচের সময় কখনো হাঁটুতে যন্ত্রণা হয়, আবার পায়ের পাতা কেটে রক্ত পড়ে। কিন্তু এই ছবির সেটে সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল। নেকলেসটা এতটা আঁটো ছিল যে আমার গলায় গভীরভাবে চেপে বসেছিল। আর ভেইলের ওজন অত্যন্ত ভারী ছিল। এই সব পরে ক্রমাগত নাচতে নাচতে আমার গলায় এক গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল।’
নোরা এই দুর্বিষহ অভিজ্ঞতার প্রসঙ্গে আরও বলেন, ‘আমার তখন মনে হচ্ছিল, কেউ আমার গলায় একটা দড়ি শক্তভাবে বেঁধে দিয়েছেন। আর ফ্লোর জুড়ে আমাকে কেউ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু শুটিংয়ের জন্য আমাদের হাতে সময় ছিল কম। তাই দাঁতে দাঁত চেপে হাসিমুখে আমাকে এই গানের দৃশ্যটি টানা শুট করতে হয়েছিল। এই সিকোয়েন্সটা হওয়ার পর আমি বিরতি নিয়েছিলাম।’
‘সত্যমেব জয়তে টু’ ছবিতে জন আব্রাহামকে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন দিব্যা খোসলা কুমার। ছবিটি ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…