টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত: ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের জীম্বংখালী নাফনদীর তীর এলাকায় বিজিবি সঙ্গে গোলাগুলিতে এক অজ্ঞাত মাদককারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয় ।

রোববার ভোররাতে হোয়াইক্যং ইউপি জীম্বংখালী সংলগ্ন নাফনদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। আহত বিজিবি সদস্যরা হলেন, ২ ব্যাটলিয়নের নায়েক সাজদার রহমান (৩৭) ও লেন্স নায়েক মোস্তফা আলী (৩২)।

রোববার দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম ১৬ হতে আনুমানিক ৫০০গজ উত্তরে ৭নম্বর স্লুইচ গেইট সংলগ্ন এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ান সদর এবং জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় নাফ নদীর তীরে অবস্থান নেয়। ভোররাতে তিন জন ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা কারবারিরা বিজিবি টহলদলের উপর অতর্কিত ভাবে গুলিবর্ষণ করে। এতে বিজিবি দুই সদস্য আহত হন। এসময় বিজিবি টহলদল সরকারী সম্পদ এবং নিজের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। ওই সময় দুইজন ইয়াবা কারবারি ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর একজন গুলিবিদ্ধ হয়ে বিছিন্ন হয়ে পড়ে। গোলাগুলি থামার পর ঘটনাস্থল তল্লাশি চালিয়ে নাফনদীর কিনারা হতে দুটি প্লাষ্টিকের ব্যাগ ,একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ,একটি কার্তুজের খালি খোসাসহ এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বিজিবি দুই সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পরে উদ্ধারকৃত ব্যাগগুলো খুলে গণনা করে ৩কোটি টাকার মূল্য মানের ১ লাখ ইয়াবা পাওয়া যায়। নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি তার বয়স আনুমানিক ২৫ বছর।

তিনি আরো জানান, সরকারী কর্তব্য পালনে বাঁধা প্রদান ও অবৈধ মাদক পাচারের দায়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

13 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

13 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago